কর্মচঞ্চল গার্মেন্ট কারখানা
টানা ৪ দিন পর বুধবার সারা দেশে কলকারখানা খুলেছে। ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী ও নারায়ণঞ্জে সব শিল্প এলাকায় শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দেন। কর্মমুখর ছিল চট্টগ্রামের দুই ইপিজেড। হাজার হাজার শ্রমিকের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে দেশের নিট গার্মেন্ট শিল্পের প্রধান কেন্দ্র নারায়ণগঞ্জ। ফতুল্লার বিসিক, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, কাচপুর শিল্প এলাকাসহ আশপাশ ঘুরে দেখা গেছে এমনই চিত্র। কারফিউর মধ্যেই শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করেন। এদিন অফিস-আদালত ও দোকানপাট খোলায় সারা দেশেই কর্মচাঞ্চল্য ফিরে আসে। রাজধানী ঢাকা ফিরে পায় চিরচেনা রূপ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় রাজধানীজুড়ে যানজট ছিল লক্ষণীয়। কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। চট্টগ্রাম ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
গার্মেন্ট মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদের উপস্থিতি নিশ্চিত করতে মঙ্গলবার রাতে মোবাইল ফোনে শ্রমিকদের কারখানায় আসার নির্দেশ দেওয়া হয়। বুধবার সকাল থেকে কলকারখানায় শ্রমিকরা প্রবেশ করে। প্রায় সব কারখানাতেই পূর্ণোদ্যমে কাজ হয়। কিছু কারখানায় কাঁচামাল স্বল্পতার কারণে শ্রমিকদের বসে দিন কাটাতে হয়। শ্রমিকদের বাসায় যাতায়াতের সুবিধার্থে বিকাল ৪টার মধ্যে অধিকাংশ কারখানা ছুটি দিয়ে দেয়।