You have reached your daily news limit

Please log in to continue


পেটে গুলি, বুকে গুলি, পায়ে গুলি, কাতরাচ্ছেন তাঁরা

কারও পেটে গুলি, কারও পিঠে গুলি, কারও পায়ে গুলি—শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২০ নম্বর ওয়ার্ডে ভর্তি ২০ জনের মতো আহতের প্রায় সবাই গুলিবিদ্ধ। কারও লেগেছে একটি গুলি, কারও লেগেছে দুটি গুলি। অনেকগুলো ছররা গুলির ক্ষত নিয়েও ভর্তি কেউ কেউ।

হাসপাতালটিতে গত মঙ্গলবার গিয়ে আহতদের মধ্যে দেখা গেল একটি কিশোরকে। তার দুই পায়ে দুটি গুলি লেগেছে। পা দুটো ব্যান্ডেজ করা। পাশে বসা তার মামা। গিয়ে কথা বলতে চাইলে মামা সবকিছুই বললেন। তবে অনুরোধ জানালেন, তাঁদের পূর্ণাঙ্গ পরিচয় যেন প্রকাশ করা না হয়।

আহত ব্যক্তির মামার দাবি, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে সংঘর্ষের সময় বাসায় ফিরতে গিয়ে ১৯ জুলাই (শুক্রবার) গুলিবিদ্ধ হয় তাঁর ভাগনে। ঘটনাস্থল মিরপুর-১০ নম্বর সেকশন। আহত কিশোরটি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন