এমন কি হওয়ার কথা ছিল?
কয়েকদিন ধরে সারাদেশ জুড়ে যা হয়েছে তা কোনোভাবে কারও কাঙ্ক্ষিত নয়। একেবারেই নয়। সবদিক থেকেই ঘটনাগুলো একদিকে যেমন দম বন্ধ হয়ে যাওয়ার মতো; অন্যদিকে নিন্দার। আন্দোলনকে ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হলো। শিক্ষার্থীদের হল ত্যাগ করার মতো নির্দেশ দিতে হলো। এর বাইরে আসলে কী কোনো ধরনের সমাধান ছিল না?
ছয় জনের প্রাণ গেল শুরুতেই। ব্যাপক সহিংসতা হলো। ক্যাম্পাস রক্তাক্ত হলো। পুলিশ, বিজিবি, টিয়ারগ্যাস সবই ছিল। ভয়, আতঙ্ক, ক্ষোভ, বিক্ষোভ, সহিংসতা, অসহায়ত্ব সবই এই ঘটনাগুলোর অনুষঙ্গ। এই পরিস্থিতি কেন হলো?
আমরা সবাই জানি, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীরা অনেকদিন ধরেই আন্দোলন করে আসছিল। আন্দোলন তখন পর্যন্ত সহিংস ছিল না। কিন্তু প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের পরে সেই আন্দোলন থেকে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার—এই শ্লোগানকে কেন্দ্র করে শেষ পর্যন্ত আন্দোলনটির গতি প্রতি ঘণ্টায় ঘণ্টায় পাল্টাতে থাকে।