‘গুলি কেন করতে হলো’, প্রশ্ন মেহজাবীনের
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নারীদের ওপর হামলা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে জেনেছি, পরিবার-সমাজ-রাষ্ট্র নারীর গায়ে হাত তোলা সমর্থন করে না। আমাদের পবিত্র ধর্মগ্রন্থও কখনো নারীর প্রতি সহিংসতা দেখায়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে, “তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করো।” হাদিসে বলা হয়েছে, “তোমাদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ তারাই, যারা নারীদের সঙ্গে সদাচরণ করে।”’
তারপরও এবারের কোটা সংস্কার আন্দোলনে একাধিক নারী শিক্ষার্থীর ওপর হামলা হয়। যাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের দুর্ভাগ্য, গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে আজকাল এর ভিন্ন চিত্র, মর্মান্তিক সব ভিডিও চিত্র দেখতে হচ্ছে। একজন নয়, দুজন নয়, আমারই অসংখ্য বোনের ওপর নির্বিকার ভঙ্গিতে হামলা চালানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। কী নির্মম, কী নৃশংস!’