বাংলাদেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরবে, আশা চীনের রাষ্ট্রদূতের
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১৬:৫২
অনুদান, সুদবিহীন ঋণ, রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণের মাধ্যমে বাংলাদেশকে ২০০ কোটি ডলার দিতে রাজি হয়েছে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান। বাংলাদেশে চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা আশা করি, খুব শিগগির শান্তি ও স্থিতিশীলতা ফিরবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।