টাঙ্গাইলে আজ বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুজন সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও আগুন ধরিয়ে দেন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার পর মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। সেখানে তাঁরা কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেন। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে টাঙ্গাইল বাইপাস সড়কের দিকে রওনা হন। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে ২ জন সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হন। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বেশ কয়েকটি সড়কে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেন।
You have reached your daily news limit
Please log in to continue
টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন