অ্যান্ডারসন-ব্রডের পর ইংল্যান্ডের পেস বোলিংয়ের হাল ধরবেন কারা
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১৩:২০
নটিংহামে আজ ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরুর সময় জিমি অ্যান্ডারসনকে ট্রেন্ট ব্রিজের প্যাভিলিয়নেই দেখা যাবে। থাকছেন স্টুয়ার্ট ব্রডও। ঘরের মাঠ ট্রেন্ট ব্রিজের সেই প্যাভিলিয়ন প্রান্তের নাম বদলে তাঁর নামেই রাখা হবে—দ্য স্টুয়ার্ট ব্রড এন্ড। এরপর ব্রড যোগ দেবেন স্কাই স্পোর্টসের ধারাভাষ্য দলে। অ্যান্ডারসন থেকে যাবেন ড্রেসিংরুমে।
গত বছর অ্যাশেজ শেষে অবসরে গেছেন ব্রড। অ্যান্ডারসন ইংল্যান্ডের জার্সি তুলে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই লর্ডস টেস্ট জয়ের পর। এখন থেকে তাঁকে দেখা যাবে ইংল্যান্ড দলের পেস বোলিং পরামর্শকের ভূমিকায়। অ্যান্ডারসন অথবা ব্রডকে ছাড়া ইংল্যান্ড প্রথমবার নিজেদের মাঠে টেস্ট খেলতে নামছে এক যুগ পর!