কোপা ফাইনালে বেঞ্চে বসে যে কারণে কেঁদেছিলেন মেসি
লিওনেল মেসিকে খুব একটা কাঁদতে দেখেননি ভক্তরা। ২০১৬ সালে চিলির কাছে কোপা আমেরিকার ফাইনালে হারের পর যুক্তরাষ্ট্রের মাটিতেই কান্নায় ভেঙে পড়েছিলেন লিও। এবার ৮ বছর পর সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই আবারও চোখের পানি ঝরালেন মেসি।
চোটের জন্য কোপা আমেরিকা ফাইনালে ৬৪ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন মেসি। মাঠ ছাড়ার পর বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় তাকে। কেন এভাবে ভেঙে পড়েছিলেন মেসি? কোপা ফাইনালের পর জানালেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক সম্ভবত এবারই শেষ কোপা খেললেন। ফাইনালে শেষ পর্যন্ত মাঠে থাকতে চেয়েছিলেন তিনি। দলকে ট্রফি জিততে সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। স্কালোনি বলছেন, ‘সবার মতো মেসিও ট্রফি জিততে চেয়েছিল। ইতিহাসের সেরা ফুটবলার ও। গোড়ালিতে চোট পাওয়ার পরেও মাঠ ছাড়তে চায়নি। নিজের স্বার্থের জন্য নয়। ও চেয়েছিল সতীর্থদের লড়াইয়ের জন্য মানসিক ভাবে চাঙ্গা রাখতে। মেসির মাঠে থাকার একটা আলাদা অর্থ রয়েছে। মাঠে থাকার জন্যই ওর জন্ম হয়েছে। তা করতে না পারায় ভেঙে পড়েছিল।’
- ট্যাগ:
- খেলা
- কোপা আমেরিকা
- ছিটকে পড়লেন
- লিওনেল মেসি