‘মুক্তিযোদ্ধাদের অসম্মানে’ শিল্পীসংঘের প্রতিবাদ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১৬:৪৯
কোটা সংস্কার আন্দোলনে ‘মুক্তিযোদ্ধাদের অসম্মান’ করায় গণমাধ্যমে একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। তাদের দাবী, দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। ওই বিবৃতিতে আন্দোলনকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।
গতকাল সোমবার পাঠানো প্রতিবাদলিপিতে তারা লিখেছে, ‘বাঙালির সবচেয়ে গৌরবময় অধ্যায় ১৯৭১ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারা তাদের সর্বস্ব বাজি রেখে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু বাঙালি তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যাবে।’