কোপার ফাইনালের পর গ্রেপ্তার হন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি

ডেইলি স্টার প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১৬:৩৫

কোপা আমেরিকা ফাইনালের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জেরে গ্রেপ্তার হয়েছিলেন কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামন জেসেরুন ও তার ছেলে রামন জেসেরুন। নিরাপত্তকর্মীদের সঙ্গে মারামারির ঘটনায় তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।


পরে এই দুজনই জামিন নিয়ে মুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশ জানায় হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল শেষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মারামারিতে জড়ান তারা।


ম্যাচের পর রাত ১২টা ২০ মিনিটের দিকে সাদা পোশাকে থাকা একাধিক নিরাপত্তাকর্মীকে এই দুজন মারধোর করেছেন বলে পুলিশ জানিয়েছে। এক নিরাপত্তাকর্মীর ঘাড়ে বাড়ি মেরে তাকে কিল, ঘুষি মেরে ফেলে দেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও