নারীদের স্তনে প্রদাহ
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ১২:১৬
স্তনে ব্যথা অনুভব হলেই অধিকাংশ নারী স্তন ক্যানসারের আশঙ্কা করেন। কিন্তু স্তন ব্যথা অধিকাংশ ক্ষেত্রে এই রোগের সঙ্গে সম্পর্কিত নয়। স্তনে আঘাত কিংবা অন্য যেকোনো কারণেই এই ব্যথা হতে পারে। মাসিক চলাকালে নারীদের স্তনে ব্যথা হওয়া স্বাভাবিক। দেহে হরমোনজনিত পরিবর্তনের কারণে এ ব্যথা হয়ে থাকে। তবু স্তনে ব্যথা হলে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক।
স্তনে ব্যথার সম্ভাব্য কিছু কারণ জেনে নেওয়া যাক—
- মাসিক চলাকালে কিশোরী মেয়েদের স্তনে হালকা ব্যথা অনুভব হয়। অনেক সময় মাসিকের আগেও স্তনে ব্যথা হয়। মাসিকের আগে ও পরে দেহে হরমোনের পরিবর্তনের কারণে এ ব্যথা হয়ে থাকে। এ নিয়ে চিন্তার কিছু নেই।
- গর্ভধারণের সময় নারীরা স্তনে ব্যথা অনুভব করেন। সাধারণত গর্ভবতী নারীর তিন মাস চলাকালে স্তনে ব্যথা শুরু হয়। কারণ, তখন স্তনের আকার বৃদ্ধি পায়। অনেক সময় স্তনের ওপর নীল শিরা দেখা যায়। কারণ, তখন দেহে অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহ ও হরমোনের পরিবর্তন হতে থাকে। ব্রেস্ট ফিডিং করানোর প্রস্তুতি হিসেবে স্তন বড় হয়, প্রলেকটিন হরমোন বাড়তে থাকে।