 
                    
                    এরা সমগ্র জাতিকে কলঙ্কিত করেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনকারীরা রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে বিভিন্ন হল থেকে বের হয়ে নিজেদের ‘রাজাকার-রাজাকার’ বলে স্লোগান দিতে থাকেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। যে বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে ইতিহাসের জঘন্যতম গণহত্যা সংঘটিত হয়েছিল, মুক্তিকামী মানুষ সমস্ত আবেগ দিয়ে তারা স্লোগান দিয়েছিলেন ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, স্বাধীনতার ৫৩ বছর পর সেই পবিত্র বিশ্ববিদ্যালয় অঙ্গনে আজ ছাত্র-ছাত্রীরা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ এই স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেছে।
স্বাধীন বাংলাদেশে এরকম পরিস্থিতি দেখবো সেটি কোনোদিন কল্পনাও করতে পারিনি। ভিডিও ক্লিপ কয়েকবার দেখার পরও এখনও আমি সেটি বিশ্বাস করতে পারছি না। এরকম ঘৃণ্যতম, দেশ বিরোধী ঘটনা দেখবো সেটি কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি। নিজেদের ‘রাজাকার’ বলে পরিচয় দিতে এসব ছেলে-মেয়েদের একবারও লজ্জা হলো না? কলঙ্কিত হওয়ার ভয়ে একবারও তাদের বুক কাঁপল না?
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg) 
                    
                