You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করে আসলে কী চেয়েছেন

এবারের শিক্ষক আন্দোলন নিয়ে নানা রকম মন্তব্য এসেছে। এমন মন্তব্যও এসেছে—শিক্ষকদের এই আন্দোলন ‘ট্রেড ইউনিয়ন’ ধরনের, যেখানে কেবল নিজেদের সুযোগ-সুবিধার কথাই উচ্চারিত হয়েছে। সামগ্রিক পেনশন–ব্যবস্থার বৈষম্য ও প্রয়োজনের কথা তাঁদের দাবিতে উঠে আসেনি। বিভিন্ন আলোচনায় ও লেখালেখিতে শিক্ষকেরা হিসাব কষে দেখিয়েছেন, তাঁরা কীভাবে প্রত্যয় পেনশন স্কিমে বঞ্চিত হবেন। কিন্তু প্রত্যয়সহ অন্য স্কিমগুলোকে অধিকতর যৌক্তিক ও কার্যকর করার কোনো সুপারিশ তাঁরা করেননি।

শিক্ষকদের আন্দোলন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কখনোই খুব বেশি চিন্তাগ্রস্ত বলে মনে হয়নি। কেউ কেউ বলেছেন, শিক্ষক-নেতাদের বেশির ভাগই যখন আওয়ামীপন্থী, তখন সুরাহা জটিল হবে না! তবে যৌক্তিক সমাধানের আগে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এত দ্রুত ‘ভুল–বোঝাবুঝি’র অবসান হবে, এটা হয়তো সাধারণ শিক্ষকেরাও ভাবতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন