বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করে আসলে কী চেয়েছেন
এবারের শিক্ষক আন্দোলন নিয়ে নানা রকম মন্তব্য এসেছে। এমন মন্তব্যও এসেছে—শিক্ষকদের এই আন্দোলন ‘ট্রেড ইউনিয়ন’ ধরনের, যেখানে কেবল নিজেদের সুযোগ-সুবিধার কথাই উচ্চারিত হয়েছে। সামগ্রিক পেনশন–ব্যবস্থার বৈষম্য ও প্রয়োজনের কথা তাঁদের দাবিতে উঠে আসেনি। বিভিন্ন আলোচনায় ও লেখালেখিতে শিক্ষকেরা হিসাব কষে দেখিয়েছেন, তাঁরা কীভাবে প্রত্যয় পেনশন স্কিমে বঞ্চিত হবেন। কিন্তু প্রত্যয়সহ অন্য স্কিমগুলোকে অধিকতর যৌক্তিক ও কার্যকর করার কোনো সুপারিশ তাঁরা করেননি।
শিক্ষকদের আন্দোলন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কখনোই খুব বেশি চিন্তাগ্রস্ত বলে মনে হয়নি। কেউ কেউ বলেছেন, শিক্ষক-নেতাদের বেশির ভাগই যখন আওয়ামীপন্থী, তখন সুরাহা জটিল হবে না! তবে যৌক্তিক সমাধানের আগে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এত দ্রুত ‘ভুল–বোঝাবুঝি’র অবসান হবে, এটা হয়তো সাধারণ শিক্ষকেরাও ভাবতে পারেননি।