সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবি জাসদের
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১৭:১৯
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটার যৌক্তিক সংস্কার করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার। এ জন্য অবিলম্বে কমিশন গঠনের দাবিও জানিয়েছেন তিনি।
আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ চত্বরে এক সমাবেশে শিরীন আখতার এ কথা বলেন। দুর্নীতি-লুটপাটে জড়িত রাঘববোয়ালদের গ্রেপ্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদ্যুতের ভুতুড়ে বিল বন্ধের দাবিতে এই সমাবেশ করে জাসদ। সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।
- ট্যাগ:
- রাজনীতি
- যৌক্তিক
- সরকারি চাকরি
- কোটা