নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী
পবিত্র কুরআন খতম ও বনানী কবরস্থানে কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ শনিবার বীর মুক্তিযোদ্ধা এবং যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ২০২০ সালের এই দিনে চিরবিদায় নেন তিনি।
এদিন সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে নুরুল ইসলামের কবরে পুস্পমাল্য অর্পণ ও আত্মার মাগফেরাত কামনা করেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। এ সময় কবর জিয়ারতে অংশ গ্রহণ করেন দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সরকার, উপ-সম্পাদক এহসানুল হক বাবু, আহমেদ দিপু, বিএম জাহাঙ্গীর, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান, সিটি এডিটর মিজান মালিক।
শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় আরও অংশ নেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম, বিশেষ সংবাদদাতা শেখ মামুনুর রশীদ, বিশেষ সংবাদাতা মুজিব মাসুদ, ব্যবস্থাপক (হিসাব) সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা। একই সময়ে যমুনা টিভির পক্ষ থেকে কবরে পুস্পমাল্য অপর্ণ করেন যুমনা টিভির সিইও ফাহিম আহমদে।