আপনার শরীরে এমন ছোট ছোট গুটি বা টিউমার নেই তো?
প্রথম আলো
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ২২:৪৫
পথেঘাটে এমন মানুষ নিশ্চয় দেখেছেন, যাঁদের গায়ে প্রচুর পরিমাণে ছোট ছোট গুটি বা টিউমার থাকে। অনেকের বাইরে থেকে দেখা না গেলেও হাত দিলে ত্বকের নিচে গুটি গুটি অনুভব করা যায়। এদের বলে স্নায়ুর আবরণীর টিউমার বা নিউরোফাইব্রোমা। এই নিউরোফাইব্রোমাই যখন পুরো শরীরে হয় এবং এরই সঙ্গে অন্য অঙ্গেরও রোগ দেখা দেয়, তখন সেটাকে নিউরোফাইব্রোম্যাটোসিস বলে।
নিউরোফাইব্রোম্যাটোসিস কেন হয়
নিউরোফাইব্রোম্যাটোসিস (NF) স্নায়ুতন্ত্রের একটি জেনেটিক রোগ। এতে শরীরের যেকোনো অংশের স্নায়ুতে টিউমার গজায়। সেই সঙ্গে ত্বকের ও হাড়ের বিকৃতিও হতে পারে।
এই রোগ ৩ ধরনের
- NF1 - নিউরোফাইব্রোমিন জিনের মিউটেশন (বা পরিবর্তন) এর কারণে
- NF2 - মারলিন জিনের মিউটেশনের কারণে
- শোয়ানোম্যাটোসিস-SMRCB1/INI1 জিনের মিউটেশনের কারণে
জিনগত কারণ ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো রিস্ক ফ্যাক্টর খুঁজে পাওয়া যায়নি। বাবা-মা, দাদা–দাদি, নানা-নানির এই রোগ থেকে থাকলে এর ঝুঁকি সবচেয়ে বেশি।