যে কারণে বাড়ছে টাইলসের জনপ্রিয়তা
একটা সময় ছিল যখন অভিজাত পরিবারের বাসাবাড়িতেই শুধু শোভা পেত টাইলস। আর এখন তো পাকা বাড়ি মানেই টাইলস। বাড়ি তৈরির জন্য ইট, বালু, রড, সিমেন্টের মতোই সহজলভ্য এখন টাইলস।
টাইলসের সহজলভ্যতা ঘরের সৌন্দর্যেও দিয়েছে নতুন মাত্রা। শুধু মেঝে নয়, ঘরের দেয়ালেও শুরু হয়েছে টাইলসের ব্যবহার। কখনো কখনো ঘরের কিছু কিছু অংশেও ব্যবহৃত হচ্ছে টাইলস। রান্নাঘর, বেসিনের আশপাশ ও টিভি ক্যাবিনেটের পাশে অনেকে টাইলস ব্যবহার করেন। এসব জায়গায় সব ধরনের টাইলস ব্যবহার করা যায় না। তাতে সৌন্দর্য বৃদ্ধির বদলে কমতে পারে।
টিভি ক্যাবিনেটের পেছনে
বসার ঘরের একটা বড় অংশজুড়ে থাকে টিভি। বেশির ভাগ সময়ই টিভির পেছনের দেয়াল থাকে অব্যবহৃত। দৃষ্টিসীমায় বাধা পড়বে বলে চাইলেও টিভির পেছনের দেয়ালে অনেক কিছু করা যায় না। আর টিভি যদি হয় ওয়াল মাউন্টেড, তবে তো আর কথাই নেই। টিভির পেছনের জায়গাটাকেও টাইলস দিয়ে রাঙিয়ে তুলতে পারেন। বর্তমানে বাজারে টাইলসের ডিজাইনের অভাব নেই। আর বাকি জায়গার মতো এসব টাইলস পানিপ্রতিরোধী কি না, সেসব নিয়েও বাড়তি চিন্তা নেই। বরং পুরো চিন্তাই থাকবে বসার ঘরের সৌন্দর্য বৃদ্ধির দিকে।