অর্থনীতির জৌলুসগুলো হারিয়ে যাচ্ছে

যুগান্তর আবু আহমেদ প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ১৩:০০

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোশাক খাতে তেমন কোনো সুখবর নেই। পোশাক খাতে যা আছে সেটা আগের মতোই। এটি রপ্তানিমুখী শিল্পের জন্য হতাশাব্যঞ্জক বলে আখ্যা দিয়েছে রপ্তানিমুখী তিন সংগঠন-বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। কারণ, তৈরি পোশাক খাতের কঠিন পরিস্থিতি মোকাবিলায় দেওয়া প্রস্তাবগুলো বাজেট প্রস্তাবে প্রতিফলিত হয়নি।


তবে শুধু পোশাক খাত নয়, দেশের পুরো রপ্তানি ব্যবস্থার জন্যই একটি অশনিসংকেত উঁকি দিচ্ছে। সেটা হচ্ছে, চলতি বছরের মে মাসে ১৫ শতাংশ রপ্তানি কমেছে। এটা অবশ্যই চিন্তার বিষয়। এভাবে দেশের রপ্তানি কমতে থাকলে রিজার্ভ নিয়ে একটা শঙ্কা তৈরি হবেই। কারণ, বৈদেশিক মুদ্রায় রিজার্ভ আসার একটি প্রধান উৎস হচ্ছে রপ্তানি, আরেকটি রেমিট্যান্স। আর তৃতীয় উৎস হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট বা বৈদেশিক বিনিয়োগ। বলতে গেলে দেশে বর্তমানে কোনো বৈদেশিক বিনিয়োগ হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও