পিএসসির প্রশ্নফাঁস: তদন্তে আরও কয়েকজন বর্তমান, সাবেক কর্মকর্তার নাম
সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা জড়িত বলে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
প্রশ্নফাঁসের সঙ্গে পিএসসির একজন শীর্ষ ও একজন মধ্যম পর্যায়ের কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে দ্য ডেইলি স্টারের কাছে বিস্তারিত তথ্য থাকলেও স্বাধীনভাবে তথ্য যাচাই করতে না পারায় তাদের নাম গোপন রাখা হচ্ছে।
সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে শীর্ষ কর্মকর্তাকে সরকারি অফিসে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে তাকে পিএসসিতে বদলি করা হয়।
পিএসসির ওই মধ্যম সারির কর্মকর্তার সঙ্গে যোগসাজশে অন্তত দুই জন কর্মকর্তা বাংলাদেশ সিভিল সার্ভিসের চাকরি পান। তাদের মধ্যে একজন পিএসসির মধ্যম পর্যায়ের ওই কর্মকর্তার জামাতা। সূত্র জানায়, বিসিএস ক্যাডার হিসেবে বাহিনীতে যোগদানের আগে তিনি পুলিশের উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে পিএসসির একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজন বা দুজনের পক্ষে পরীক্ষার প্রশ্ন ফাঁস করা সম্ভব নয়। একদল লোক একটি সিন্ডিকেটের মতো কাজ করেছে। তদন্তে আমরা বিস্তারিত তথ্য পাওয়ার ব্যাপারে আশাবাদী।'