You have reached your daily news limit

Please log in to continue


ব্রেজ্জার নতুন এডিশন আনলো মারুতি

বিশ্বের অন্যতম জনপ্রিয় গাড়ি সংস্থা মারুতি সুজুকির জনপ্রিয় একটি গাড়ি ব্রেজ্জা। এবার এই গাড়ির নতুন এডিশন আরবানো আনছে বাজারে। বেশ কিছু নতুন ফিচার্স ও ডিজাইন-সহ আপডেট করা হয়েছে চার চাকাটি। দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে গাড়িটি।

মারুতি সুজুকি ব্রেজ্জাতে পাবেন ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ১০৩ পিএস শক্তি এবং ১৩৭ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে মিলবে ৫ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। গাড়ির সিএনজি ভ্যারিয়েন্টও রয়েছে, যা সর্বোচ্চ ৮৮ পিএস শক্তি এবং ১২১ এনএম টর্ক তৈরি করতে পারে। তবে সিএনজিতে শুধু ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারই পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন