বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখান থেকেই কি প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনায় জড়ালেন এই অভিনেতা? সেই প্রশ্নের উত্তরে অবশ্যই একবাক্যে বলতে হবে, না।
কারণ তিনি কখনোই সেই অর্থে চাকরির জন্য কোনো পরীক্ষা দেননি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সঙ্গে তাঁর নেই কোনো যোগাযোগ। তবে প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় সামনে এসেছে তাঁর ‘মনপুরা’ সিনেমার একটি সংলাপ। ভাইরাল হওয়া সেই স্থিরচিত্র নিয়ে মজা করে একটি ফেসবুক পোস্ট করেছেন চঞ্চল।