সারাদিনের কাজের বারোটা বাজিয়ে দিতে পারে মাথাব্যথা।
সাথে যদি শুরু হয় হৃদপিণ্ডের ধুকধুকানি তাহলে বড় কোনো অসুখ হওয়ার দুশ্চিন্তাও কাজ করে।
“মাথাব্যথার সাথে বুক ধড়ফড় করার নানান কারণ থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা গুরুত্বর নয়”- ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন ক্যালিফোর্নিয়া’র সান্টা মোনিকা’তে অবস্থিত ‘প্রভিডেন্স সেইন্ট জন’স হেল্থ সেন্টার’য়ের চিকিৎসক ডেভিড কাটলার।