গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ২১:২১
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই ট্রেনের ময়মনসিংহ ও জামালপুরগামী শত শত যাত্রী। সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ঢাকা থেকে জামালপুর কমিউটার ট্রেন জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি বিকল অবস্থায় স্টেশনে রয়েছে বলে জানা গেছে।
ট্রেন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ভয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে। পড়ে তারা জানতে পারেন ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গাজীপুর
- ট্রেনের ইঞ্জিন
- দুর্ভোগ