![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F0d39d161-b2d7-4800-b2ee-16bd18dea18f%252FTAS_7261080448.jpg%3Frect%3D30%252C0%252C2087%252C1391%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
আন্দোলনকারীরা নিজেদের বক্তব্য আদালতে তুলে ধরতে পারেন: আইনমন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ২১:১৫
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আন্দোলনকারীরা একজন আইনজীবী রেখে আদালতে তাঁদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। আদালত তাঁদের বক্তব্য শুনে ন্যায্য রায় দেবেন।
আজ সোমবার বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক মুঠোফোনে প্রথম আলোকে এ কথা বলেন।