![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252F9bf111c2-bdbc-4fad-8330-046dbb80b6a5%252FWhatsApp%2520Image%25202024-07-06%2520at%25206.30.25%2520PM.jpeg%3Frect%3D0%252C0%252C400%252C267%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
নৌরুট স্বাভাবিক হয়নি, এখনো বিচ্ছিন্ন সেন্ট মার্টিন
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ২০:২৯
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে টেকনাফের নৌযোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। এ কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি কার্যত একরকম বিচ্ছিন্ন রয়েছে এখনো। টানা নৌযান চলাচল বন্ধ থাকায় নিত্যপণ্য ও খাদ্যসামগ্রীর সংকটের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানও ব্যাহত হচ্ছে।
বর্তমানে দ্বীপের ১০ হাজার বাসিন্দা অনেকটা সংকটের মধ্যে দিন পার করছেন। নিয়মিত নৌরুট বন্ধ থাকায় এত দিন বিকল্প নৌরুটে সেন্ট মার্টিনে পণ্য পরিবহন করা হয়েছে। তবে গত ২২ জুনের পর থেকে আজ শনিবার বেলা দুইটা পর্যন্ত ওই রুটে কোনো নৌযান চলাচল করেনি।