নারী হকির ‘নম্বর ১০’ দিনাজপুরের অর্পিতা পাল

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ২০:১৪

দিনাজপুর শহরের জুবিলি উচ্চবিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তি হওয়ার পর অ্যাথলেট হওয়ার স্বপ্ন দেখা শুরু করে অর্পিতা পাল। হাই জাম্প, জ্যাবলিং আর ১০০ মিটার দৌড়ে স্কুলের পাশাপাশি জেলা পর্যায়ের জুনিয়র গ্রুপেও নাম লেখায়। জেলা দলের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও জিততে থাকে।


অর্পিতা যখন অ্যাথলেটিকসে বুঁদ, তখনই একদিন স্কুলে শুরু হয় মেয়েদের হকি অনুশীলন ক্যাম্প। তাতে নাম লেখায় অর্পিতা। সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়েটা সেই প্রথম হকিস্টিক হাতে নিল। এক মাস চলল অনুশীলন। এরপর দিনাজপুরের বড় মাঠ হিসেবে পরিচিত গোর-এ-শহীদ বড় ময়দানে হকি টুর্নামেন্ট হলো। চ্যাম্পিয়ন হলো অর্পিতাদের স্কুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও