বিশ্বের প্রথম সিএনজি বাইকে যেসব সুবিধা থাকছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ২২:৩৬

বিশ্বের পথম সিএনজি চালিত বাইক আনলো বাজাজ। ফ্রিডম ১২৫ নামে সিএনজি বাইক আনলো বিশ্বের জনপ্রিয় বাইক সংস্থাটি। এই টু হুইলারে পাওয়া যাবে বিশেষ বাই-ফুয়েল টেকনোলজি। যা এখন পর্যন্ত পৃথিবীর কোনো বাইকে নেই। পেট্রোল ট্যাংক ও সিএনজি সিলিন্ডার দুই থাকবে বাইকে।


বাজাজ যে টিজার প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়, তাতে একটি সুইচ বাটন দেখা গিয়েছে। এটা সেই বাটন যা দিয়ে পেট্রোল এবং সিএনজির মধ্যে অদল-বদল করতে পারবেন চালক। যেহেতু এতে সিএনজির ব্যবস্থা থাকবে এবং বাজারে সিএনজির দাম পেট্রলের তুলনায় কম, তাই খরচ কমবে চালকদের।


নিত্য যাতায়াতের ক্ষেত্রে বাইক রাইডারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় মাইলেজ। তা যদি ভালো পাওয়া যায় তাহলে খরচ থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। বাজাজ সিএনজি বাইকে শুধু সিএনজি নয়, পেট্রোলের ব্যবস্থাও থাকছে। এরইমধ্যে কোম্পানির ওয়েবসাইটে নতুন বাইকের নাম লিস্ট হয়ে গিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও