কেমন হতে পারে স্টারমারের পররাষ্ট্র নীতি?

জাগো নিউজ ২৪ যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ২১:৪৫

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। এখন অনেকের মাঝেই প্রশ্ন উঠেছে কেমন হতে পারে একটা সময় কট্টোর বাম রাজনীতি করে আসা এই রাজনীতিকের। আসুন সে বিষয়ে কিছুটা ধারণা নেওয়া যাক।


যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক


যুক্তরাষ্ট্রের সঙ্গে বরাবরই উষ্ণ সম্পর্ক যুক্তরাজ্যের। সেই বিষয়টি মাথায় রেখে স্টারমার জানিয়েছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোন না কেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন তিনি। লেবার পার্টির এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে’।


ইউরোপ প্রসঙ্গে যা বলছেন স্টারমার


স্টারমার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একক বাজার বা কাস্টমস ইউনিয়নে পুনরায় যোগদানের বিষয়টি অস্বীকার করেছেন। তবে তার দল বলেছে যে কিছু বাণিজ্য বাধা অপসারণ করা এখনো সম্ভব, বিশেষত ছোট সংস্থাগুলোর জন্য।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ


যুক্তরাজ্য চলতি বছর ইউক্রেনকে ৩০০ কোটি পাউন্ড ( ৩৮০ কোটি ডলার) সামরিক সহায়তা দেবে। লেবার পার্টির দলীয় ইশতেহারে বলা হয়েছে, ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সামরিক, আর্থিক, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন অবিচল থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও