ফাইনালের হার এখনও হজম হচ্ছে না মিলারের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুলাই ২০২৪, ১৩:২৯

ফাইনালের পর পেরিয়ে গেছে বেশ কিছুটা সময়। তবে ভাঙা হৃদয় কী এত সহজে জোড়া লাগে! ডেভিড মিলানের হৃদয়ও তেমনি এখনও হতাশায় সিক্ত। কিছুতেই থামছে না তার ভেতরে বেদনার বৃষ্টিপাত। তবে দুঃসহ এই প্রহরেও নতুন আলোর স্বপ্ন দেখছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই ব্যাটসম্যান।


ফাইনালে দলের শেষ ভরসা ছিলেন এই মিলারই। একদম নাগালে থাকা ট্রফিটা তার চোখের সামনেই ক্রমে দূরে সরে গেছে। ৩০ বলে ৩০ রানের সমীকরণ কঠিন থেকে কঠিনতর হয়েছে। এক প্রান্তে দাঁড়িয়ে তিনি দেখেছেন হাইনরিখ ক্লসেন, মার্কো ইয়ানসেনদের বিদায়। শেষ ওভারে যখন প্রয়োজন ১৬ রান, গোটা ড্রেসিং রুম তাকিয়ে তার দিকেই।


১৬ বলে ২১ রানে অপরাজিত থাকা মিলার শেষ ওভারের প্রথম বলটি পেলেন ফুল টস। অফ স্টাম্পের বাইরে। চোখ চকচক করে উঠল তার। সজোরে ব্যাট চালিয়ে দিলেন। কিন্তু টাইমিং হলো না শতভাগ ঠিকঠাক। তার পরও লং অফ সীমানা পেরিয়েই যাচ্ছিল। কিন্তু সেখানে অসাধারণ দক্ষতায় তা মুঠোয় জমালেন সুরিয়াকুমার ইয়াদাভ। ব্যস, মিলার শেষ। দলের আশারও সমাপ্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও