কিডনিতে বাসা বাঁধতে পারে ক্যানসার, যা করলে কমবে ঝুঁকি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ১৬:৪০
মানুষের শরীরে যখন কোনো রোগ বাসা বাঁধে তখন সঙ্গে সঙ্গে জানা খুব কঠিন। বিশেষ করে কিডনিতে কোনো সমস্যা হলে তা আরও পরে জানা যায়। কেননা শরীরে যে অঙ্গেই ক্যানসার হোক, সেটি প্রাথমিক পর্যায়ে ব্যথাহীন থাকে। তাই কেউ সন্দেহ করেন না। ফলে কিডনির ক্যানসার সহজে ধরা কঠিন।
কিডনি ক্যানসারের লক্ষণ
কিডনি ক্যানসার কোনও লক্ষণের মাধ্যমে বোঝা যায় না। নারায়ণা হেলথ কলকাতার ইউরো অঙ্কোলজি ও রোবটিক সার্জারির সিনিয়র কনসালট্যান্ট চিকিৎসক সত্যদীপ মুখোপাধ্যায় বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির মধ্যে টিউমার ধরা পড়ে জেনারেল হেলথ চেক-আপের সময়। বছরে একবার বা দুবার অনেকে জেনারেল হেলথ চেক-আপ করাতে আসেন। সেই সময় আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা করতে দেওয়া হয় হোল অ্যাবডোমেনের (অর্থাৎ পুরো পেটের)। তখন কিডনির মধ্যে কোনও টিউমার কোশ থাকলে তা ধরা পড়ে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- কিডনির সুস্থতা
- কিডনি রোগ
- কিডনি