ফাইনালের আগেই প্রোটিয়াদের বিপক্ষে ভারতের বিশ্বরেকর্ড
যুগান্তর
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ১৭:২৪
আর কয়েক ঘণ্টা পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তার আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। না, রোহিতরা নন; হারমানপ্রীত কৌরদের হাত ধরে সেই বিশ্বরেকর্ডের দেখা পেয়েছে ভারত। নারী টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৬০৩ রানের ইনিংস গড়েছে তারা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের উড়িয়ে দেওয়ার পর এবার টেস্ট ক্রিকেটেও তাদের ছাতু করছে ভারতের নারী দল। চেপক টেস্টের প্রথম ইনিংসে এক ডাবল সেঞ্চুরি, এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৬ উইকেটে ৬০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত।
- ট্যাগ:
- খেলা
- ফাইনাল
- বিশ্বরেকর্ড
- প্রোটিয়া ক্রিকেটার