সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে খুনের পর গত ১৯ মে মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী কলকাতা থেকে দেশে ফিরে আসেন। এরপর খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ওরফে শাহীনকে ফোন করে তাঁদের একজন বলেন, ‘আমরা কোথায় থাকব?’ এরপর তাঁরা শাহীনের বসুন্ধরার বাসায় যান। সেখানে গিয়ে তাঁরা হত্যার পরিকল্পনা বাস্তবায়নকারী শিমুল ভূঁইয়াকে ফোন করেন। কিন্তু কথা বলতে বলতে মুঠোফোন বন্ধ হয়ে যায়। তখন শাহীনের বাড়ির নিরাপত্তারক্ষী তাঁদের ৩০ হাজার টাকা দেন। সেই টাকা নিয়ে তাঁরা খাগড়াছড়ির গহিন অঞ্চলে চলে যান।
গতকাল বুধবার চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।
You have reached your daily news limit
Please log in to continue
দেশে ফিরে শাহীনকে ফোনে মোস্তাফিজুর ও ফয়সাল বলেছিলেন, ‘আমরা কোথায় থাকব?’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন