শিক্ষার্থী ভর্তির কোটি টাকা হাতিয়ে উধাও লেকহেড গ্রামার স্কুল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৩:১৮

শিক্ষার্থী ভর্তির কোটি টাকা হাতিয়ে রাতের আঁধারে উধাও লেকহেড গ্রামার স্কুল। জঙ্গি অর্থায়নে অভিযুক্ত এ ইংরেজি মাধ্যম স্কুলটি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। কয়েক দফা মালিকানায়ও এসেছে পরিবর্তন। সম্প্রতি গুলশান ও ধানমন্ডির দুটি শাখাই একসঙ্গে বন্ধ করা হয়েছে। শিক্ষার্থী ভর্তির টাকার পাশাপাশি ভবন ভাড়ার প্রায় পাঁচ কোটি টাকা বাকি রেখেই লাপাত্তা স্কুল কর্তৃপক্ষ। সন্তানের শিক্ষাজীবন ও টাকা নিয়ে চিন্তায় অভিভাবকরা।


এমন একজন অভিভাবক বেসরকারি চাকরিজীবী আরিফ খান। ঋণের সোয়া লাখ টাকা দিয়ে ছেলেকে ভর্তি করেন ইংলিশ মিডিয়াম স্কুল লেকহেড গ্রামারের গুলশান শাখায়। গত মার্চে ভর্তির পর স্কুল থেকে জানানো হয় ১ জুলাই থেকে তার সন্তানের ক্লাস শুরু হবে। জুনের প্রথমদিকে খোঁজ নিতে স্কুলে গিয়ে দেখেন, সেখানে কেউ নেই। শিক্ষার্থীশূন্য স্কুল, নেই নেমপ্লেটও।


খালি পড়ে থাকা ভবনের নিরাপত্তারক্ষী জানান, এটি ভাড়া ভবন। স্কুল চালানো লোকজন রাতের আঁধারে সবকিছু গুছিয়ে কয়েক সপ্তাহ ধরে লাপাত্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও