বগুড়া কারাগার: বালতির হাতল দিয়ে এক মাস ধরে ছাদ ফুটো করেন চার আসামি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৫:৫৪
প্রায় এক মাসের চেষ্টায় বালতির হাতল দিয়ে চুন-সুরকির ছাদ ফুটো করে বগুড়ার কারাগার থেকে চার ফাঁসির আসামি পালিয়ে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার ভোররাত ৩টা ৫৫ মিনিটে কারাগারের জাফলং ভবনের কনডেম সেলের চার আসামি পালিয়ে কারাগার থেকে পালিয়ে গেলেও মাত্র ১৫ মিনিটের মাথায় পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।