You have reached your daily news limit

Please log in to continue


যেসব কারণে সব ভুলে যাই

বিশেষ করে বয়স্কদের, অনেক সময় অপেক্ষাকৃত কম বয়সেও ভুলে যাওয়া রোগ দেখা দেয়। বলা হয়, ষাটোর্ধ্ব প্রতি ২০ জনে ১ জন ডিমেনশিয়া বা ভুলে যাওয়া রোগে ভোগেন। ভুলে যাওয়া কি আসলে কোনো রোগ?

ডিমেনশিয়া শুধু একা কোনো রোগের লক্ষণ নয়, এর সঙ্গে মস্তিষ্কের অন্যান্য কার্যক্ষমতা লোপ পাওয়ার লক্ষণও প্রকাশ পায়। ভাষা ও আচরণগত সমস্যা, ব্যক্তিত্বের সমস্যা, বুদ্ধিমত্তা লোপ, মনোবৈকল্য ইত্যাদি লক্ষণ ক্রমাগতভাবে দেখা দেয়। পর্যালোচনা করে দেখা গেছে, ডিমেনশিয়ার কিছু কারণ প্রতিকারযোগ্য এবং কিছু অপ্রতিকারযোগ্য।

কারণ

  • মস্তিষ্কের নিউরন শুকিয়ে যাওয়া (আলঝেইমার ও পারকিনসনস ডিজিজ)।
  • বারবার স্ট্রোক (মাল্টি–ইনফার্কট ডিমেনশিয়া)।
  • ভিটামিনের অভাব (ভিটামিন বি১২)।
  • মস্তিষ্কের সংক্রমণ (এইডস, নিউরোসিফিলিস)।
  • ব্রেইন টিউমার।
  • মাথায় আঘাত।
  • থাইরয়েড হরমোনের সমস্যা।
  • নরমাল প্রেশার হাইড্রোসেফালাস।
  • দীর্ঘমেয়াদি ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া।
  • জেনেটিক বা বংশগত কারণ।
  • মাদকাসক্তি (অ্যালকোহল, ইয়াবা সেবন)।
  • বিষণ্নতা ইত্যাদি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন