You have reached your daily news limit

Please log in to continue


গোপন মহাকাশ মিশনে চীন

পৃথিবীর কক্ষপথে আরও একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু পাঠিয়েছে চীন। গত ছয় মাসে এ নিয়ে সাতটি রহস্যময় বস্তু গোপনে মহাকাশে পাঠিয়েছে দেশটি। গত ২৪ মে সর্বশেষ চীনের রহস্যময় শেনলং স্পেস বিমানের মাধ্যমে পৃথিবীর ৩৭২ মাইল ওপরে অজ্ঞাত উড়ন্ত বস্তুটি পাঠানো হয়েছে। বস্তুটি আসলে ঠিক কী, তা এখনো কেউ জানেন না। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আওতাধীন স্পেস ফোর্সের ধারণা, রহস্যময় বস্তুটি ছোট কোনো উপগ্রহ বা যন্ত্রাংশ হতে পারে।

চীনা ভাষায় শেনলং শব্দের অর্থ স্বর্গীয় ড্রাগন। গত বছর শেনলং স্পেস বিমানের মাধ্যমে ছয়টি ছোট বস্তু মহাকাশে মোতায়েন করা হয়। এসব সন্দেহজনক বস্তু সম্পর্কে চীন সরকার বা দেশটির বিজ্ঞানীরা কোনো তথ্য কখনোই প্রকাশ করেননি। এমনকি পুরো বিষয়টি গোপন রেখেছে তারা। শুধু তা–ই নয়, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমেও এ বিষয়ে তেমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন