হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন নিয়ে দোটানায় যুক্তরাষ্ট্র
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১৯:৫৯
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ প্রধান ও মার্কিন বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ. ব্রাউন বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলকে সেভাবে রক্ষা করতে পারবে না, যেভাবে চলতি বছরের এপ্রিলে ইরানের ড্রোন হামলার সময় করেছিল। তার মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করলে ইরান হিজবুল্লাকে সমর্থন দিতে আরও বেশি ঝুঁকবে।
কিউ. ব্রাউন বলেন, ইরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকেও সমর্থন করে। কিন্তু লেবাননে যুদ্ধে জড়ালো তেহরান আরও দৃঢ়ভাবে হিজবুল্লাহর পিছনে দাঁড়াবে। বিশেষ করে, যদি তারা মনে করে যে হিজবুল্লাহকে উল্লেখযোগ্যভাবে হুমকি দেওয়া হচ্ছে। আর লেবাননে ইসরায়েলের যে কোনো সামরিক আক্রমণ একটি বিস্তৃত যুদ্ধের সূচনা করতে পারে, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীকে বিপদে ফেলতে পারে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিরুদ্ধে
- ইসরায়েল
- হিজবুল্লাহ