ক্রিমিয়ায় ইউক্রেনের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে পরিণাম ভোগ করতে হবে: রাশিয়া
প্রথম আলো
প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১৯:৫৮
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া। গতকাল রোববারের এ হামলার পর আজ সোমবার ক্রেমলিন হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রকে এর ‘পরিণাম ভোগ করতে হবে’। একই সঙ্গে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপলে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনই কম বয়সী। এ হামলাকে ‘বর্বর’ বর্ণনা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন রাশিয়ার শিশুদের হত্যা করছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্র
- ইউক্রেন
- ক্রিমিয়া