এক চার্জে ৩৫৫ কিলোমিটার যাবে হুন্দাইয়ের নতুন ই-কার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২৪, ১৬:০৬

আরও এক নতুন গাড়ির প্রস্তুতি শুরু করল হুন্দাই। নতুন ইলেকট্রিক এসইউভি আনলো সংস্থা। বাজারে টাটা পাঞ্চ ইভিকে টক্কর দেবে এই গাড়ি। ফুল চার্জে রেঞ্জ মিলতে পারে ৩৫৫ কিলোমিটার। এই গাড়ির নাম হতে পারে হুন্দাই ইনস্টার ইভি। ডিজাইনের দিক দিয়ে বেশ কম্প্যাক্ট হতে পারে।


আয়তন খুব একটা বেশি হবে না। তাই পার্কিং নিয়ে ঝামেলা থাকবে না। ইলেকট্রিক গাড়ি হওয়ায় সিটি রাইডিংয়ের ক্ষেত্রে ভরসা পেতে পারেন ক্রেতারা। যদিও গাড়ির আনুষ্ঠানিক ঘোষণা হওয়া এখনও বাকি আছে। আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া হুন্দাই ক্যাস্পারের উপর ভিত্তি করে এই চার চাকা বাজারে ছাড়বে কোম্পানি। দক্ষিণ কোরিয়ার এই অটো জায়েন্ট দু’দশক ধরে ব্যবসা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও