You have reached your daily news limit

Please log in to continue


মশার আক্রমণ থেকে বাঁচার প্রাকৃতিক পন্থা

গ্রীষ্ম, বর্ষা বা শীত- যে কোনো সময় মশার হাত থেকে বাঁচতে রাসায়নিক যুক্ত নানান ধরনের স্প্রে বা কয়েল ব্যবহার করতে হয়।

তবে প্রাকৃতিক উপাদান আর কিছু সাবধানতা অবলম্বন করে মশার যন্ত্রণা কমানো সম্ভব।

জমে থাকা পানি পরিষ্কার করা: মশা নিধনের ক্ষেত্রে সবসময়ই জমে থাকা পানি অপসারণ করতে বলা হয়।

এই বিষয়ে নিউ জার্সি’তে অবস্থিত ‘রাটগার্স ইউনিভার্সিটি’র কীটবিজ্ঞান বিভাগের পতঙ্গবিশেষজ্ঞ ড. ডিনা ফনসেকা রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “প্রতি তিনদিন পরপর যে কোনো জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। কারণ মশার ‘লার্ভা’ বা শূককীট কয়েকদিনের মধ্যেই এসব পানিতে জন্মাতে পারে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন