You have reached your daily news limit

Please log in to continue


প্রতিদিন গরুর মাংস খাওয়ার প্রভাব

কাঁচা অবস্থায় লাল থাকে- যেকারণে গরু, খাসি, ভেড়া বা ছাগলের মাংস’কে বলা হয় ‘রেডি মিট’।

প্রোটিন, লৌহ ও ভিটামিন বি-টুয়েল্ভ’য়ের প্রাণিজ উৎস হল এই ধরনের মাংস। তবে অতিরিক্ত গ্রহণের সমস্যাও আছে।

পুষ্টি উপাদান

ওয়েবএমডি ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় রান্নার পদ্ধতির ওপর নির্ভর করে গরুর মাংসের পুষ্টি উপাদানের পরিমাণ পরিবর্তন ঘটতে পারে।

গড়ে ৭ গ্রাম মাংস থেকে সাধারণত যে পরিমাণ পুষ্টি উপাদান মিলবে তা হল-

২৬৫ ক্যালরি।

২১ গ্রাম প্রোটিন।

১৯ গ্রাম চর্বি।

শূন্য পরিমাণ কার্বোহাইড্রেইটস।

শূন্য পরিমাণ আঁশ।

শূন্য পরিমাণ চিনি বা শর্করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন