কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনে চরম আবহাওয়া: কোথাও বন্যা, কোথাও খরা

বিডি নিউজ ২৪ চীন প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ২০:১০

চরম আবহাওয়ার প্রভাব সামলাতে হিমশিম খাচ্ছে চীন। দেশটির দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে মারাত্মক বন্যা। আবার উত্তরের দিকে তীব্র তাপমাত্রায় খরা দেখা দিয়েছে। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ।


চীনজুড়ে একাধিক অঞ্চলে উচ্চ তাপমাত্রার কারণে জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্কতা জারি করেছে।


রোববার শিনজিয়াং, ইনার মঙ্গোলিয়া ও হেনান প্রদেশের কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র।


হেনান প্রদেশে এপ্রিল থেকে বৃষ্টিপাত কম হওয়ায় এবং উচ্চ তাপমাত্রা থাকায় পানির সংকট দেখা দিয়েছে এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে।হেনানের অন্তত ১৪ টি নগরীতে ফসল রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।


চীনের রাজধানী বেইজিংয়ে তাপমাত্রার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।


তাছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশেও কিছু এলাকায় তাপমাত্রা আগামী দুইদিনে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও