ক্যানারি দ্বীপপুঞ্জের পথে ৫ মাসে পাঁচ হাজার অভিবাসীর মৃত্যু
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় পাঁচ হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে, যানজিরবিহীন।
অভিবাসন বিষয়ক অধিকার গোষ্ঠী ‘ওয়াকিং বর্ডারস’ এর বুধবারে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে'র মধ্যে মরক্কো, মৌরিতানিয়া, সেনেগাল ও গাম্বিয়া থেকে ক্যানারি যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে ৪ হাজার ৮০৮ জনের মৃত্যু হয়েছে। ৯৫ শতাংশ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর মধ্য দিয়ে আফ্রিকা ও স্পেনের মধ্যবর্তী এই জলপথটি সবচেয়ে প্রাণঘাতী রুটে পরিণত হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যু
- অভিবাসী