হুতিদের ওপর হামলা পরিকল্পনার গোপন গ্রুপে সাংবাদিককে যুক্ত করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী!

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১১:৩৪

ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর হামলা পরিচালনা সমন্বয়ের জন্য খোলা একটা সরকারি কর্মকর্তাদের গ্রুপে এক জ্যেষ্ঠ সাংবাদিককে যুক্ত করেছিলেন। গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিক এক প্রতিবেদনে বলেছে, এই গ্রুপে ট্রাম্প প্রশাসনের মধ্যকার অত্যন্ত অস্বাভাবিক কর্মপরিধি লঙ্ঘনের বিশদ বিবরণ দেওয়া হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, এক সাংবাদিক ভুলক্রমে একটি ব্যক্তিগত সিগন্যাল গ্রুপ চ্যাটে যুক্ত হয়েছিলেন। ওই গ্রুপে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইয়েমেনে সামরিক হামলার সমন্বয় করছিলেন। গ্রুপটিতে আছেন—প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্যরা। এই গ্রুপে হামলার সময়সূচি, লক্ষ্যবস্তু এবং অস্ত্রের প্যাকেজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অথচ, বিষয়গুলো ক্লাসিফায়েড সরকারি ব্যবস্থায় সীমাবদ্ধ থাকার কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও