
তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা সম্ভব নয়: এরদোয়ান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১২:৫০
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তুরস্ক ছাড়া ইউরোপ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সোমবার (২৪ মার্চ) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।
এরদোয়ান বলেন, গত কয়েক সপ্তাহের উত্তপ্ত বিতর্ক দেখিয়েছে যে তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা সম্ভব নয়। শুধু নিরাপত্তার ক্ষেত্রেই নয়, অর্থনীতি, কূটনীতি, বাণিজ্য ও সামাজিক জীবনসহ বহু ক্ষেত্রে ইউরোপের আমাদের দেশের প্রতি প্রয়োজনীয়তা এখন প্রকাশ্যে স্বীকৃত পাচ্ছে।