হামাস যুদ্ধবিরতি পরিকল্পনায় পরিবর্তন চায়: যুক্তরাষ্ট্র
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ১৪:৩৫
গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রস্তাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ‘বহু পরিবর্তনের প্রস্তাব’ করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
বুধবার ব্লিংকেন বলেছেন, হামাসের কিছু প্রস্তাব নিয়ে কাজ করাই সম্ভব নয় কিন্তু মধ্যস্থতাকারীরা সৃষ্ট ফারাক পূরণে দৃঢ় প্রতিজ্ঞ।
কিন্তু আল-আরাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের কর্মকর্তা ওসামা হামদান একথা অস্বীকার করে বলেছেন, হামাস নতুন কোনো ধারণা প্রস্তাব করেনি। তিনি হামাসের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইসরায়েল আর মার্কিন প্রশাসন তাদের ঘনিষ্ঠ মিত্রের সুরে সুর মিলাচ্ছে।