জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি রাখেনি উন্নত বিশ্ব: জিসিএ প্রধান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ০৯:২৩

জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বৈশ্বিক দক্ষিণের অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোকে সহায়তার অঙ্ক ২০২৫ সালের মধ্যে প্রতি বছর দুই হাজার কোটি ডলার থেকে দ্বিগুণ করার প্রতিশ্রুতি উন্নত বিশ্ব দিলেও তা না রাখার কথা বলেছেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের (জিসিএ) প্রধান নির্বাহী প্যাট্রিক ফারকোয়েন।


ঢাকা সফরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০২১ সালে গ্লাসগো জলবায়ু সম্মেলনে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য অভিযোজনের অর্থায়ন দুই হাজার কোটি ডলার থেকে ২০২৫ সালের মধ্যে বাড়িয়ে প্রতি বছর চার হাজার কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উত্তরের দেশগুলো।


“আমরা এখন ২০২৪ সালে এসে কোথায় আছি? বাস্তবতা হচ্ছে, ২০০ কোটি ডলারের অঙ্ক উপরে দিকে যাওয়ার কথা থাকলেও যাচ্ছে কিন্তু নিচের দিকে।”


বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু অভিযোজনে কাজ করা নেদারল্যান্ডস-ভিত্তিক প্রতিষ্ঠান জিসিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট্রিক ফারকোয়েন ভাগেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ সেন্টারের গ্লোবাল ফরেস্ট ডিপ্লোমেসির ভিজিটিং প্রফেসর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও