বাসে ঈদযাত্রা: অনলাইনে টিকিট নেই, কাউন্টারে বাড়তি ভাড়া
ঈদুল আজহার বাকি মাত্র পাঁচ দিন। বাসে ঈদে ঘরমুখী মানুষের চাপ এখনো নেই। নেই অনলাইনে দূরপাল্লার বাসের টিকিট। বাস কাউন্টারে টিকিট মিললেও বাড়তি দাম গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
গতকাল সোমবার রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনাল—সায়েদাবাদ, গাবতলী, মহাখালী ও কল্যাণপুরে বিভিন্ন বাসের কাউন্টারে গিয়ে এমন তথ্য জানা গেল। যাত্রীদের অভিযোগ, ঈদের সময় টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে বাসমালিকেরা বাড়তি মুনাফার ফন্দি করেন। এবারও এর ব্যতিক্রম নয়। তবে বাস কাউন্টারের কর্মীদের দাবি, ঈদযাত্রার সময় ঢাকায় ফিরতি পথে যাত্রী পাওয়া যায় না। সেটা পুষিয়ে নিতে দাম সামান্য বাড়ানো হয়।
ঈদুল আজহার সরকারি ছুটি ১৬ থেকে ১৮ জুন। তবে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী বৃহস্পতিবার থেকেই ঈদযাত্রা শুরু হবে। বাস কোম্পানিগুলো বলছে, ১৩, ১৪ ও ১৫ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। অভিযোগ উঠেছে, এই তিন দিনের বাসের টিকিটের দামও বেশি। দূরত্ব ও বাসভেদে টিকিটপ্রতি বাড়তি আদায় করা হচ্ছে ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাড়তি ভাড়া
- বাসের টিকিট
- ঈদযাত্রা