নিউইয়র্কে হাথুরুসিংহের বড় আশা

প্রথম আলো প্রকাশিত: ১০ জুন ২০২৪, ১৪:৪৫

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো জিততে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সেই প্রোটিয়ারাই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ প্রথম জয়ের দেখা পেয়ে গেলে দারুণ ব্যাপারই হবে। সুপার এইটে ওঠার পথ তাতে অনেকটাই সহজ হয়ে যাবে বাংলাদেশের। সেই ম্যাচের আগে কাল নিউইয়র্কে সংবাদ সম্মেলনে আশাবাদীই ছিলেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 


হাথুরুকে আশা জুগিয়েছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেট। উইকেটের অসম বাউন্সের কারণে সেখানে রান করাই কঠিন হয়ে গেছে। সমালোচনাও কম হচ্ছে না ড্রপ-ইন উইকেটের। তবে সেই উইকেটকেই বাংলাদেশের সুযোগ হিসেবে দেখছেন হাথুরু, ‘উইকেটটা ব্যাটসম্যানদের জন্য সহজ নয়। আর এ কারণে দুই দলই সমতায় থেকে ম্যাচটি শুরু করবে। দক্ষিণ আফ্রিকার বোলিং খুবই ভালো। (তবে) আমরা এই উইকেটে দারুণ লড়াই উপহার দিতে আত্মবিশ্বাসী।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও