You have reached your daily news limit

Please log in to continue


ভারত পাকিস্তান ম্যাচে আবহাওয়া কেমন থাকবে

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সমর্থকদের মধ্যে অন্যরকম এক আবহ। টিকিট বিক্রিতে লেগে যায় ধুম। এবারও এর ব্যতিক্রম হয়নি। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে ম্যাচটি মাঠে বসে দেখতে আইসিসির কাছে টিকিট চেয়ে আবেদন করেছিল ২০ লাখ মানুষ! তাহলেই ভাবুন এই ম্যাচটি নিয়ে কতটা উন্মাদনা সমর্থকদের মধ্যে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ক্রিকেট যুদ্ধ দেখতে এখন অপেক্ষায় গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা। ম্যাচ শুরু হবে আজ রাত সাড়ে আটটায়। 

তবে সমস্যা হলো এই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। নিউইয়র্কের আবহাওয়ার পূর্বাভাস বলছে রোববার নিউইয়র্কে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১ টায় অর্থাৎ ম্যাচ শুরুর আধা ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। যা পরবর্তী বিকেল ৪ টা পর্যন্ত একই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে নেমে যাবে তাপমাত্রাও। সঙ্গে বাতাসেরও সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন